বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, রাজশাহী এর চলমান প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ:
১. এমএসভিএসবি প্রকল্পের স্থানীয় রেজিস্ট্রার এর যোগ্যতা: ক) নির্বাচিত PSU এর বাসিন্দা হতে হবে, খ) নারী হতে হবে, গ) এইচএসসি বা সমমান পাশ হতে হবে, ঘ) পরিসংখ্যানিক কাজে পূর্ব অভিজ্ঞদের অগ্রাধীকার দেয়া হবে।
২. এনএইচডি প্রকল্পের গণনাকারি এর যোগ্যতা: ক) নির্ধারিত জোনের বাসিন্দা হতে হবে, খ) এইচএসসি বা সমমান পাশ হতে হবে, গ) পরিসংখ্যানিক কাজে পূর্ব অভিজ্ঞদের অগ্রাধীকার দেয়া হবে।
এনএইচডি প্রকল্পের সুপারভাইজারের যোগ্যতা: ক) নির্ধারিত জোনের বাসিন্দা হতে হবে, খ) ডিগ্রী বা সমমান পাশ হতে হবে, গ) ৬/৭ জন গনণাকারীদের নিয়োন্ত্রন ক্ষমতা থাকতে হবে, ঘ) পরিসংখ্যানিক কাজে পূর্ব অভিজ্ঞদের অগ্রাধীকার দেয়া হবে।
যে কোনো প্রয়োজনে
যোগাযোগ:
বিভাগীয় পরিসংখ্যান অফিস, রাজশাহী।
বাড়ী-০১, সঞ্চয় নিকেতন (২য় তলা)
নতুন বিলসিমলা, বর্ণালী মোড়, (মৎস ভবনের পাশে)
রাজশাহী।
ফোনঃ ০৭২১-৭৬০৫৯৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস