Wellcome to National Portal
Main Comtent Skiped

Ongoing activities

চলমান কার্যক্রমসমূহের তালিকাঃ

০১
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক অনুষ্ঠিতব্য  চতুর্থ ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০-২৬ ডিসেম্বর, ২০২৪ দেশব্যাপি অনুষ্ঠিত হবে।

২.

রাজশাহী বিভাগের মোট ১৪৬২ টি নমুনা এলাকায় “আর্থসামাজিক ও জনমিতিক জরিপ-২০২৩” এর তথ্যসংগ্রহ কার্যক্রম গত ১৭ মে -১৫ জুন ২০২৩ সময়ে সম্পন্ন হয়েছে।

৩.

‘খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প-২০২২’ এর আওতায় পরিচালিত Food Security Assessment & Food Insecurity Experience Scale (FIES) এর খানা তালিকা প্রস্তুতকরণ এবং গত ১৬-২৫ জুন ২০২৩ সময়ে সম্পন্ন হয়েছে ।

৪.

ভোক্তার মূল্য সূচক নিরূপনের মাধ্যমে জীবনযাত্রার মান নির্ধারণ ও মূল্যস্ফীতি নির্ধারণের লক্ষ্যে ৪টি দরছকের  মাধ্যমে ফুড ও ননফুড দ্রব্যসামগ্রী এবং সেবার মূল্য সংগ্রহের কাজ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

৫.

Quantum Index of Industrial Production (QIIP) ও Producer Price Index (PPI) এর তথ্য সংগ্রহের কাজ মে ২০২৩ মাস পর্যন্ত সম্পন্ন হয়েছে।

৬.

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র শ্রমশক্তি জরিপের মাধ্যমে শ্রমবাজার তথ্যের উন্নয়ন প্রকল্প এর আওতায় বার্ষিক শ্রমশক্তি জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। রাজশাহী বিভাগের মোট ৩৫০ টি নমুনা এলাকার (Primary Sampling Unit বা PSU) প্রতিটি হতে ২০ টি করে Household এর তথ্যসংগ্রহ করা হচ্ছে।

৭.
স্যাম্পল ভাইটল রেজিস্ট্রেশন সিস্টেম “এসভিআরএস” কর্মসূচির (৩য় পর্যায়) আওতায় বিভাগের ২৮৩ টি নমুনা এলাকায় স্থানীয় রেজিস্ট্রার এর মাধ্যমে মাঠ পর্যায়ে নির্দিষ্ট নমুনা এলাকায় জন্ম-মৃত্যুসহ অন্যান্য ডেমোগ্রাফিক বৈশিষ্ট্যের তথ্য সংগ্রহের কাজ নিয়মিতভাবে চলছে।
৮.
মাসিক কৃষি মজুরীসহ প্রধান ও অপ্রধান বিভিন্ন ফসলের তথ্যাদি নিয়মিত প্রেরণ করা হচ্ছে।